চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

মো.আশরাফ উদ্দিন
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল।
মো.আশরাফ উদ্দিন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশেল। স্যার গত 26.06.2022 খ্রি: তারিখ উক্তপদে যোগদান করে কর্মরত আছেন। গত 03.09.1980 খ্রি.তারিখ ভোলা জেলার দৌলতখান উপজেলায় জন্মগ্রহণ করেন। স্যার গত 22.05.2008 খ্রি.তারিখ সহকারী জজ হিসেবে যোগদান করেন।
স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান), এলএল.এম সম্পন্ন করেন।